সাদ্দাম হোসেনের সম্পত্তির প্রায় সবটাই বাজেয়াপ্ত করেছে ইরাক সরকার। কিন্তু সাদ্দামের বিপুল সম্পত্তির অনেকটাই লুকানো রয়েছে বলেই শোনা যায়। সমপ্রতি আলোচনা শুরু হয়েছে সেই ‘গুপ্তধনের’ একটা ছোট্ট অংশকে নিয়ে। অবশ্য লুকানো নয়, দীর্ঘদিন ধরেই লোকচক্ষুর সামনে রয়েছে সাদ্দামের সেই সম্পত্তি। তবে কে তার মালিকানা পাবেন, সেটা নিয়ে এখনও বিবাদ মেটেনি। ইরাকের বসরা শহরে একটি বিলাসবহুল প্রমোদতরী বানিয়েছিলেন সাদ্দাম। কিন্তু একবারের জন্যও সময় কাটাতে পারেননি সেই প্রমোদতরীতে। এখন সেটির মালিকানা কার হাতে যাবে, সেটা নিয়ে উঠছে প্রশ্ন। কি নেই সেই ৮২ মিটার লম্বা দৈত্যাকৃতি প্রমোদতরীতে। অতিথিদের জন্য ১৭টি ঘর, কর্মীদের জন্য ১৮টি ঘর, পাকশালা, এমনকি চিকিৎসালয়ও রয়েছে।ওয়েবসাইট।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন