বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পিয়ংইয়ং-ওয়াশিংটনের বৈঠকের সম্ভাবনাকে স্বাগত ব্লু হাউসের

উত্তর কোরিয়ার সঙ্গে বৈঠকের সুযোগ এখনো আছে : ট্রাম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মে, ২০১৮, ১২:০০ এএম

যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে শীর্ষ সম্মেলনের নতুন সম্ভাবনাকে স্বাগত জানিয়েছে দক্ষিণ কোরিয়া। শনিবার দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে এখবর জানানো হয়। মাত্র এক দিন আগে ট্রাম্প কিমের সঙ্গে তার নির্ধারিত বৈঠকটি বাতিল করেছিলেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ভবন ব্লু হাউসের মুখপাত্র কিম এউই জিয়েওম বলেন, আমরা এটাকে সৌভাগ্য মনে করি যে উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠকটি হতে যাচ্ছে। আমরা অত্যন্ত সতর্কতার সঙ্গে সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’ অপর দিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে শীর্ষ বৈঠক বাতিল করার একদিন পর সুর পাল্টে বলেছেন, উক্ত বৈঠক হওয়ার সুযোগ এখনো আছে। বিবিসি জানিয়েছে, ট্রাম্প শুক্রবার এক টুইটে বলেন, সিঙ্গাপুরে কিম জং উনের সঙ্গে তার যে শীর্ষ বৈঠক হবার কথা ছিল- তা হয়তো হতেও পারে। তিনি বলেন, আমরা দেখছি কি হয়। এমন কি বৈঠক হতে পারে ওই ১২ তারিখেই, কিংবা প্রয়োজনে তার পরেও হতে পারে। তিনি বলেন, আমরা তাদের সঙ্গে কথা বলছি। উত্তর কোরিয়া বৈঠক করতে আগ্রহী, আর আমরাও এটি করতে চাই। এর আগে বৃহস্পতিবার কিমের সামপ্রতিক বিবৃতিতে তীব্র ক্ষোভ ও শত্রুতার বহিঃপ্রকাশের কথা উল্লেখ করে বৈঠক বাতিলের কথা বলেছিলেন ট্রাম্প। তবে ট্রাম্পের বৈঠক বাতিল ঘোষণার পরও উত্তর কোরিয়া বলেছিল, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো সময় কথা বলতে প্রস্তুত আছে। তার পরে ট্রাম্প এক বিবৃতিতে বলেন, ‘আমরা দেখছি কি হয়। আমরা এখন উত্তর কোরিয়ার সঙ্গে কথা বলছি। তার চমৎকার বিবৃতি দিয়েছে। এটি (বৈঠক) ১২ জুনেও হতে পারে।’ উত্তর কোরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী কিম কাই-গোয়ান বলেন, ট্রাম্পের শীর্ষ বৈঠক বাতিল করে দেবার সিদ্ধান্ত অত্যন্ত দুঃখজনক। ট্রাম্প বৈঠক বাতিল করার মাত্র কয়েক ঘন্টা আগে উত্তর কোরিয়া বলেছিল যে, তারা তাদের একমাত্র পারমাণবিক পরীক্ষাকেন্দ্রের টানেলগুলো ধ্বংস করার প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে। এ বিষয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস বলেন, আমরা সম্ভবত শীর্ষ বৈঠকের ব্যাপারে কিছু ভালো খবর পেয়েছি। আমাদের কূটনীতিকরা যদি ব্যাপারটা সম্ভব করতে পারেন, তাহলে হয়তো সেটা হতেও পারে। এএফপি, বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন