পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাসের আগাম টিকিট বিক্রি শুরু হবে বুধবার থেকে। তবে এসি বাসের টিকিট দুদিন আগে থেকেই বিক্রি শুরু হয়েছে।
বাংলাদেশ বাস ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও সোহাগ পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক ফারুক তালুকদার সোহেল জানান, এবারের ঈদ যাত্রায় নন এসি বাসের টিকিটে ১০০ টাকা করে দাম বাড়িয়ে দিয়েছেন বাস মালিকরা। তারা বলছেন, এসি বাসের কোনও টিকিটের দাম না বাড়ায় আগাম টিকিট বিক্রি আগে শুরু করা হয়েছে।
বাংলাদেশ বাস ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান বলেন, সারাদেশে বাসগুলো যথা সময়ে ছেড়ে যাবে। তবে রাস্তা খারাপ থাকায় কিছুটা বিলম্বও হতে পারে। আমরা যথা সময়ে সব রুটে বাস ছাড়ার চেষ্টা করবো।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন