রাজধানীর রমনা এলাকার মগবাজার ফ্লাইওভার থেকে এক নারীর একটি হাত ও দু’টি পা উদ্ধার করা হয়েছে। রমনা থানার ওসি কাজী মাইনুল ইসলাম যুগান্তকে জানান, রোববার রাত ১১টায় একজন ট্রাফিক সদস্য মোটরসাইকেল দিয়ে ফ্লাইওভার পার হচ্ছিলেন। এ সময় ফ্লাইওভারে একটি পরিত্যক্ত ব্যাগ চোখে পড়ে। সন্দেহ হলে ওই ট্রাফিক সদস্য থানা পুলিশকে খবর দেন। পরে থানা পুলিশ সেখানে গিয়ে ওই ব্যাগ খুলে নারীর পা ও হাত উদ্ধার করে। ওই হাতে চুরি পড়া ছিল। ওই হাত ও পা মধ্য বয়স্ক নারীর বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।
ওসি আরও জানান, উদ্ধার হওয়া হাত ও পা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
মন্তব্য করুন