মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪, ২৬ ভাদ্র ১৪৩১, ০৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সারা বাংলার খবর

কটকা অভয়ারণ্যে অবৈধভাবে মাছ ধরার দায়ে ৫জেলে আটক

শরণখোলা উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ মে, ২০১৮, ৫:১৬ পিএম


বাগেরহাটের পূর্ব সুন্দরবনের কটকা অভয়ারণ্য এলাকায় অনুপ্রবেশ করে মাছ ধরার সময় ৫ জেলেকে আটক করেছেন স্মার্ট পেট্রোলিং টিম-১ এর সদস্যরা। সোমবার সকাল ১০টার দিকে শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য এলাকার বন্দেআলী নামক খাল থেকে তাদেরকে আটক করা হয়। জব্দ করা হয়েছে ৫টি নিষিদ্ধ বেহুন্দি জাল, একটি নৌকাসহ বিভিন্ন মালামাল।
আটক জেলেরা হলেন শহিদুল ইসলাম (৩৫), আ. হালিম (২০), মো. সাইফুল (২২), মো. সোবাহান (২৬) ও মো. বাদল হোসেন (২৫)। এদের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার পদ্মাস্লুইস, রুহিতা ও বড় টেংরা গ্রামে বলে বনবিভাগ জানিয়েছে।
শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মোহাম্মদ হোসেন এদিনে বিকেল সাড়ে ৩টার দিকে মোবাইল ফোনে জানান, স্মার্ট পেট্রোলিং টিম-১ এর টিম লিডার মো. আ. হান্নানের নেতৃত্বে স্মার্ট দলের সদস্যরা অভিযান চালিয়ে ওই ৫জেলেকে আটক করেন।
এসিএফ জানান, জেলেরা বনবিভাগ থেকে কোনোপ্রকার পাসপারমিট (অনুমোতি) না নিয়ে গোপনে অভয়ারণ্যে মাছ শিকার করছিলো। এসময় স্মার্ট পেট্রোলিং টিমের সদস্যরা আটক করে তাদেরকে কটকা অভয়ারণ্য কেন্দ্রে হস্তান্তর করে। আটকদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের আদালতে পাঠানোর প্রকৃয়া চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন