চট্টগ্রাম ব্যুরো ঃ কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের (কেজিডিসিএল) উদ্যোগে চট্টগ্রামের বিভিন্ন এলাকা ওয়ারী ভিজিল্যান্স কার্যক্রম অব্যাহত রয়েছে। জানা গেছে, মাসিক চুক্তিবদ্ধ লোডের অতিরিক্ত পরিমাণ গ্যাস ব্যবহার করায় নগরীর নাসিরাবাদ শিল্প এলাকায় অবস্থিত রতনপুর স্টীল রি-রোলিং মিলস লিমিটেডকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে বাংলাদেশ গ্যাস আইন-২০১০ এর বিধান অনুযায়ী এক লাখ টাকা অর্থদÐ প্রদান করা হয়। অভিযান পরিচালনাকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান এবং কেজিডিসিএল-এর ব্যবস্থাপক (ভিজিল্যান্স) প্রকৌশলী হাসান সোহরাব উপস্থিত ছিলেন।
এদিকে নগরীর চান্দগাঁও, বাদুরতলা ও খুলশী এলাকায় গতকাল কেজিডিসিএল কর্তৃক অবৈধ গ্যাস সংযোগ বিছিন্নকরণ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে ৪০টি এবং বকেয়া গ্যাস বিলের কারণে ১২টিসহ মোট ৫২টি আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। নগরীর খুলশী থানা সংলগ্ন এলাকায় জুলেখা বেগমের নামে একটি আবাসিক সংযোগ নিয়ে ‘সেনচুরি পার্ক’ নামক আবাসিক হোটেলে বাণিজ্যিক ভিত্তিতে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে সংযোগটি বিছিন্ন করা হয়। অভিযান পরিচালনাকালে কেজিডিসিএল উপ-মহাব্যবস্থাপক (সংস্থাপন) প্রকৌশলী আমীর হামজা এবং ব্যবস্থাপক (ভিজিল্যান্স) প্রকৌশলী হাসান সোহারবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন