রাজধানীর মতিঝিল এলাকায় ওয়ান্ডারার্স ক্লাব মার্কেটের নিচে এসি বিস্ফোরণে ৩জন দগ্ধ হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন রমজান আলী (২১), সাব্বির হোসেন (১৯), আমিনুল ইসলাম (২১)। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধের সহকর্মী হৃদয় হোসেন জানান, তারা মতিঝিল ওয়ান্ডারার্স ক্লাবের মার্কেটের নিচে জান্নাত রেফ্রিজারেটরের দোকানে কাজ করেন। গতকাল সকালে একটি এসির কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণ হয়। এতে তিন শ্রমিক দগ্ধ হন। ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের এসআই বাচ্চু মিয়া জানান, এসি বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়ে হাসপাতালে এসেছেন। তাদের শরীরের বিভিন্ন অংশে পুড়ে গেছে। চিকিৎসা চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন