শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

বিইউপিতে দশম বার্ষিক সিনেট সভা অনুষ্ঠিত

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ জুন, ২০১৮, ১২:০০ এএম

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ১০ম বার্ষিক সিনেট সভা গতকাল সোমবার বিইউপির বিজয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিইউপির উপাচার্য ও সিনেট চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ এমদাদ উল বারী। সভায় সিনেট চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক, উন্নয়ন কার্যক্রমসহ বিভিন্ন দিক নিয়ে বক্তব্য উপস্থাপন করেন। পরে বিইউপির ট্রেজারার এয়ার কমোডর মোঃ আব্দুস সামাদ আজাদ ২০১৭-২০১৮ অর্থবছরের সংশোধিত বাজেট ৯৪ কোটি ১৯ লক্ষ টাকা ও ২০১৮-২০১৯ অর্থবছরের ৯৫ কোটি ১২ লক্ষ টাকা বাজেট উপস্থাপন করেন। সিনেট সদস্যগণ উপাচার্য মহোদয়ের ভাষণ ও ট্রেজারার এর বক্তৃতার ওপর আলোচনা করেন এবং সর্বসম্মতিক্রমে বাজেট প্রস্তাব অনুমোদন করেন। এছাড়াও সিনেট সভায় বিইউপির ১০ম বার্ষিক প্রতিবেদন (জুলাই ২০১৭-জুন ২০১৮) পেশ করেন এয়ার কমডোর মোঃ আমিনুল ইসলাম এবং সর্বসম্মতিক্রমে সদস্যগণ উক্ত প্রতিবেদনটি অনুমোদন করেন। বাজেটে সমাবর্তন, বই, জার্নাল ও ডকুমেন্ট ক্রয়, জার্নাল প্রকাশনা, ছাত্র-ছাত্রীদের মেধাবৃৃত্তি প্রদান, কারিকুলামের আধুনিকায়ন, কম্পিউটার সামগ্রী ও বই অনুদান, গবেষণা ব্যয়, মৌলিক গ্রন্থ প্রকাশনা, বিদেশী বিশ্ববিদ্যালয়ের সাথে একাডেমিক বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণসহ একাডেমিক উন্নয়নে ব্যয় বরাদ্দের উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। সিনেট সভায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান, সংসদ সদস্য লেঃ কর্নেল (অবঃ) মুহাম্মদ ফারুক, প্রফেসর ড. মোঃ আব্দুর রাজ্জাক, সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম (বীর উত্তম), সংসদ সদস্য এইচ.এন আশিকুর রহমান এবং বিইউপির উপ-উপাচার্য প্রফেসর প্রফেসর ড: এম আবুল কাশেম মজুমদার সিনেটের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। সভায় বিইউপি’র ভিসি ও সিনেট চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ এমদাদ উল বারী, তাঁর বক্তব্যে গত এক বছরের কার্যক্রমের একটি চিত্র সিনেট সদস্যদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, ৩৯তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ি ইতোমধ্যে বঙ্গবন্ধু চেয়ার স্থাপন করা হয়েছে। ৬ জন গবেষণা সহযোগীসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেন বঙ্গবন্ধু চেয়ারের প্রথম অধ্যাপক হিসেবে বঙ্গবন্ধুর জীবনী ও তাঁর কাজের উপর গবেষণায় নিয়োজিত রয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন