শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

সদরঘাটে দুদকের অভিযান

| প্রকাশের সময় : ৫ জুন, ২০১৮, ১২:০০ এএম

 স্টাফ রিপোটাৃর : নৌ পথে নিরাপদ নৌ চলাচল এবং হয়রানীমুক্ত যাত্রীসেবা নিশ্চিত করতে সদরঘাট লঞ্চ টার্মিনালে দুর্নীতি দমন কমিশনের একটি এনফোর্সমেন্ট টিম নৌপথে অভিযান চালিয়েছে। গতকাল সোমবার দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন সদরঘাট লঞ্চ টার্মিনালে অভিযান চালায়। দুদকের উপপরিচালক হেলাল উদ্দিন শরীফের নেতৃত্বে পাঁচ সদস্যের পুলিশ ফোর্স নিয়ে ১০ সদস্যের এনফোর্সমেন্ট টিম এই অভিযানে অংশগ্রহণ করে। 

এ বিষয়ে জানতে চাইলে দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য ইনকিলাবকে বলেন, দুদক টিম যাত্রীবাহী নৌযান চলাচলে আইন লঙ্ঘন হচ্ছে কি না, তা প্রত্যক্ষ করে। এছাড়া সার্ভেবিহীন নৌযান, ঝুঁকিপূর্ণ নৌযানসহ অবৈধ নৌযান যেন কোনোভাবেই যাত্রা না করে, তা নিশ্চিত করতে দুদক টিম বিআইডবিøউটিএ কর্তৃপক্ষকে পরামর্শ প্রদান করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন