শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

বিশ্ব মুসলিম উম্মাহর বিজয়ের শিক্ষা শোহাদায়ে বদর -পীর সাহেব মশুরীখোলা দরবার

| প্রকাশের সময় : ৬ জুন, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : মশুরীখোলা দরবার প্রঙ্গনে গতকাল শোহাদায়ে বদর দিবস উপলক্ষে ইফতার ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উক্ত মিলাদ ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন, পীর সাহেব আল্লামা শাহ মুহাম্মদ আহছানুজ্জামান (মা.জি.আ.)। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বিশ্ব মুসলিম উম্মাহর বিজয়ের শিক্ষা শোহাদায়ে বদর। শোহাদায়ে বদরের শিক্ষা থেকে দূরে সরে যাওয়ায় মুসলিম উম্মাহর ওপর অমুসলিমরা অত্যাচার, জুলুম, হত্যা, লুন্ঠন চালাচ্ছে। যদি বদরের শিক্ষা হতে আমরা প্রকৃত শিক্ষা গ্রহন করতাম তাহলে মুসলমানদের আজ এই করুন অবস্থা হতো না।
মাহফিলে বদর দিবসের গুরুত্ব তাৎপর্য তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন, মশুরীখোলা দরবার শরীফ জামে মসজিদের খতিব, আল্লামা মইনুদ্দীন হেলাল। মাহফিলে উপস্থিত ছিলেন, বিভিন্ন দরবার শরীফের সাজ্জাদানশীনগণ, মশুরীখোলা দরবার শরীফের ভক্তবৃন্দ, দারুল উলূম আহসানিয়া কামিল মাদরাসা, লতিফিয়া হাফিজিয়া মাদরাসা, আহসানিয়া এতিমখানার শিক্ষকমন্ডলী, ছাত্রবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত মাহফিল পরিচালনা করেন মশুরীখোলা আনজুমানে আহসানিয়া বাংলাদেশের সভাপতি শাহাজাদা শাহ মুহাম্মদ সাইফুজ্জামান। মাহফিল শেষে উম্মতে মুহাম্মাদীর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মুনাজাত করেন মশুরীখোলা পীর সাহেব।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন