শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাজধানীর সব মাদকের আখড়া গুঁড়িয়ে দেয়া হবে -ডিএমপি কমিশনার

| প্রকাশের সময় : ৬ জুন, ২০১৮, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : যেভাবে জঙ্গিবাদের নেটওয়ার্ক গুঁড়িয়ে দেয়া হয়েছে, সেভাবে রাজধানীর সব মাদকের আখড়া গুঁড়িয়ে দেয়া হবে। সব মাদক ব্যবসায়ীকে চিহ্নিত করে গ্রেফতার করা হচ্ছে। মাদকের আখড়ায় অভিযান অব্যাহত থাকবে। ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া গতকাল মঙ্গলবার রাজধানীর গুলিস্তান এলাকায় দুঃস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণের পর এসব কথা বলেন। প্রভাবশালী যেই হোক না কেন কোমরে দড়ি বেঁধে আদালতে পাঠানো হবে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, মাদক ব্যবসায়ী, তাদের সহযোগী, মদদদাতা, আশ্রয়দাতারা যতই প্রভাবশালী হোক না কেন, তাদের কোমরে দড়ি বেঁধে আদালতে পাঠানো হবে। আইনশৃঙ্খলা বাহিনীর কারও বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার খবর পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। মাদকবিরোধী অভিযানের নামে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ নিরপরাধ কাউকে হয়রানি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আছাদুজ্জামান মিয়া আরো বলেন, আমরা আপনাদের মতো মানুষ। আপনাদের ঘরের সন্তান, আপনাদেরই স্বজন। আমরা রাতে পাহারা দিই বলে আপনারা নিশ্চিন্তে ঘুমান।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন