শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

টাঙ্গাইলের গড়াসিনে ট্রেনের নিচে ঝাপ দিয়ে শিশুপুত্রসহ মায়ের আত্মহত্যা

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ জুন, ২০১৮, ৪:৪৭ পিএম

পারিবারিক কলহ সহ্য করতে না পেরে অশান্তি থেকে মুক্তি পেতে দুই বছরের শিশু পুত্র শাহাদকে কোলে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে বৃষ্টি (২২) নামে এক নারী। হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে ঢাকা-বঙ্গবন্ধুসেতু রেল লাইনের টাঙ্গাইল সদর উপজেলার নামদার কুমুল্লী এলাকায়। পারিবারিক কলহের জের ধরে এই আত্মহননের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে নিহতের স্বজনরা। একই সাথে মা ও পুত্রের করুণ মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহতের স্বজন ও স্থানীয় ইউপি সদস্য জাবের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাঁচ বছর পূর্বে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের গড়াসিন এলাকার মন্টুর মেয়ে বৃষ্টির সাথে বিয়ে হয় পার্শ্ববর্তী নামদার কুমুল্লী এলাকার সামাদের ছেলে শাহীনের সাথে। বিয়ের পর থেকে স্বামীর পরিবারের সাথে বৃষ্টির বনিবনা হচ্ছিলনা। এরই মধ্যে বিদেশ চলে যায় স্বামী শাহীন। প্রায় দুই বছর পূর্বে বৃষ্টি-শাহীনের সংসারে শাহাদ নামে এক ছেলে সন্তান জন্ম নেয়। পারিবারিক কলহের জের ধরে গত বুধবার রাতে শ্বশুর বাড়ির লোকজনের সাথে বাক-বিতণ্ডা হয় বৃষ্টির। এরই জের ধরে স্বামী বিদেশ থেকে ফোন করে বৃষ্টিকে গালি দেয়। রাগে, ক্ষোভে অভিমান করে বৃহস্পতিবার সকালে বৃষ্টি তার শিশু পুত্র শাহাদকে কোলে নিয়ে বাড়ির পাশের রেল লাইনের উপর ঝাপ দিয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। এরই সাথে দুনিয়া থেকে চির বিদায় নেওয়ার মাধ্যমে পারিবারিক অশান্তি থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করে বৃষ্টি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন