সিলেট অফিস : সিলেট নগরীর কুয়ারপাড়ে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষে পথচারীসহ ৩ জন আহত হয়েছেন। গত শনিবার বিকেলে দুই সংগঠনের কর্মীদের মধ্যে কথা কাটাকাটির জের ধরে রাত ১০টার দিকে উভয় পক্ষের এ সংঘর্ষ চলাকালে দু’টি দোকান ভাঙচুর করা হয়। সংঘর্ষের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ৪টি রামদা উদ্ধার করে পুলিশ।
জানা যায়, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজের অনুসারী কয়েকজন কর্মীর সাথে ছাত্রদল নেতা সামাদের অনুসারী কয়েকজন কর্মীর কথা কাটাকাটির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। রাত ১০টার দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এসময় কুয়ারপাড় জামে মসজিদের মাইকে এলাকায় ডাকাত হানা দিয়েছে বলে ঘোষণা দেয়া হলে সাধারণ লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের ঘটনায় ঝুনু (২৫) নামে ছাত্রদলের এক কর্মী, স্থানীয় ব্যবসায়ী জুম্মন আহমদ ও পথচারী এমসি কলেজের ছাত্র সানি আহমদ আহত হয়েছেন। তবে গতকাল (রোববার) বিকাল পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো অভিযোগ আসেনি বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি সোহেল আহমেদ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন