শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

অবস্থান কর্মসূচির ৭ দিন স্বাস্থ্যমন্ত্রীর কাছে স্বারকলিপি পুলিশের বাধা

প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : পিএসসির বিজ্ঞপ্তির বাতিল করে ব্যাচভিত্তিক নিয়োগের দাবিতে নার্সদের অবস্থান কর্মসূচির ৭দিন ইতিমধ্যে অতিবাহিত হয়েছে। বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন ও বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটি এই কর্মসূচি পালন করছে। কর্মসূচির অংশ হিসেবে গতকাল সকাল ১০টায় লাগাতার অবস্থান ধর্মঘট থেকে প্রধানমন্ত্রীর স্বাক্ষাৎ চেয়ে তার কার্যালয় অভিমুখে শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে সংগঠন দুটি। এর আগে ব্যাচভিত্তিক নিয়োগের দাবিতে স্বাস্থ্যমন্ত্রণালয় বরাবর স্বারকলিপি প্রদান করতে যাওয়া নার্সদের বাধা দিয়েছে পুলিশ। বাধা পেয়ে সচিবলায়ের সামনে অবস্থান নিয়েছে ৪ সদস্য বিশিষ্ট নার্সদের প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করে স্বাস্থ্যমন্ত্রীর প্রতিনিধির কাছে স্মারকলিপি প্রদান করে।
বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির সভাপতি রাজীব কুমার বিশ্বাস বলেন, আগামী ১৬ এপ্রিল পর্যন্ত আমাদের কর্মসূচির নির্ধারিত হয়েছে। এরপর নতুন কমর্সূচি গ্রহণ করা হবে। তিনি জানান, চলমান লাগাতার অবস্থান ধর্মঘটের পাশাপাশি দাবির স্বপক্ষে গণস্বাক্ষর কর্মসূচি পালিত হচ্ছে। ১৩ এপ্রিল বুধবার জাতীয় প্রেসক্লাব সামনে অবস্থান ধর্মঘট ও সংহতি সমাবেশ কর্মসূচি পালিত হবে। এছাড়া ১৬ এপ্রিল শনিবার বেলা ১১টায় চলমান অবস্থান ধর্মঘটের পাশাপাশি সংবাদ সম্মেলন অয়োজন করা হবে। সংবাদ সম্মেলন থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন