বেতাগীর হোসনাবাদ ইউনিয়ন পরিবার কল্যাণ সেবা কেন্দ্রে কোন কোর্য়াটার না থাকায় চরম দুর্ভোগে পরেছেন কর্মীসহ এলাকার সাধারণ জনগণ। শিশু সেবা, পরিবার পরিকল্পনা সর্ম্পকে জ্ঞানদান, গর্ভবতী নারীদের ও প্রসূতিদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, প্রসবকালীন সমস্যার সমাধান ও ছোট খাটো অস্ত্রপাচারসহ সাধারণ মানুষ নানা ধরনের সেবা পেয়ে থাকে। ১৯৮৪ সালে স্থাপিত হয় হোসনাবাদ ইউনিয়ন পরিবার কল্যাণ সেবা কেন্দ্রটি। গতবছর এর মূলভবনের র্পূণসংস্কারনের কাজ করা হলেও এর কোর্য়াটার এর দিকে কোন খেয়াল দেওয়া হয়নি। বর্তমানে এটি ব্যাবহারের অনুপযোগী হয়ে পরেছে। বৃষ্টি হলে ছাদ থেকে পানি পরে এমন নানা সমস্যার মধ্যে দাঁড়িয়ে আছে সেবাকেন্দ্রটি। কোর্য়াটার না থাকার কারণে ডাক্তারও থাকতে পারছে না সেবাকেন্দ্রে ফলে সাধারণ জনগণ বিরম্বনার স্বীকার হচ্ছে। রাতের বেলা কোন ধরনের সমস্যা হলে বা অসুস্থ হয়ে পরলে প্রতিষ্ঠান থেকে কোন সেবাপাচ্ছে না ভুক্তভোগী জনবল। সেবাকেন্দ্রের ডাক্তার মোসাঃ সোহেলী বিনতে রহমান জানান, সেবাকেন্দ্রের কাজ হচ্ছে সেবা প্রদান করা আমরা তা দিতে প্রস্তুত কিন্তু কোর্য়াটার না থাকার কারণে আমরা রাতের সংগঠিত সমস্যার কোন সমাধান দিতে পারছি না। তবে আমরা সার্বিকভাবে সহায়তা করছি কিন্তু আমাদের প্রতিষ্ঠানে থাকার মতো কোর্য়টার যদি থাকত তবে আমাদের কাছে থেকে পূর্ণসহায়তা পেত সাধারণ জনগণ। ইন্সপেক্টর মোঃ গোলাম সরোয়ার (নানু) জানান, বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলার মতো কিছুই নেই এই কিøনিকটির কর্মীরা চরম দুর্ভোগে রয়েছে। কোর্য়াটারের এমন পরিস্থিতি হয়েছে যে মেরামত করেও এর সমাধান করা সম্ভব নয়। হোসনাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ মাকসুদুর রহমান ফোরকান বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ব্যাপারে অবহিত করছি, বরাদ্দ পেলেই আমি কাজ শুরু করব।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন