হবিগঞ্জে ইউকে ভিত্তিক চ্যানেল এস এর সহকারী প্রতিনিধি সিরাজুল ইসলাম জীবনের উপর নির্যাতনের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন পুলিশ সুপার বিধান ত্রিপুরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি উপস্থিত হয়ে বলেন, এ ঘটনার সাথে জড়িত কাউকেই কোন ছাড় দেয়া হবে না। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। কোন পুলিশ সদস্যের অপকর্মের দায় পুরো বাহিনী বহন করবে না। ব্যক্তির অপরাধের দায়িত্ব তাকেই বহন করতে হবে।
তিনি আরও জানান, এ ঘটনায় ইতোমধ্যেই সদর মডেল থানার এসআই রকিবুল হাসান ও এসআই আব্দুল মুকিদ চৌধুরীকে ক্লোজড করা হয়েছে। বাকি পুলিশ সদস্যদের বিরুদ্ধেও তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আজ-কালের কঠোর মধ্যেই ব্যবস্থা নেয়া হবে। পুলিশ ও সাংবাদিক পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সমাজের উন্নয়নে কাজ করে থাকেন। রাষ্ট্রের উন্নয়নের স্বার্থেই তাদের একসাথে কাজ করা উচিত। তিনি সকল ভুল বোঝাবুঝি কাটিয়ে আগামীতে পুলিশ-সাংবাদিক ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন