ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে লাইসেন্সবিহীন মা ও শিশু হাসপাতালের ডাক্তারের অবহেলায় প্রসুতিমার মরণদশার খবর পাওয়া গেছে। ভুক্তভোগীরা জানান, গত শুক্রবার রাত ৮ টায় উপজেলা সন্ধারই (সাতঘরিয়া) গ্রামের একরামের স্ত্রী মোছাঃ তহবিনা (৩৫) কে মা ও শিশু হাসপাতালে সিজার করা হয়। পরে তাকে কর্তব্যরত নার্স শাহনাজ (এবি+) এর পরিবর্তে (ও+) রক্ত পুশ করে। সঙ্গে সঙ্গে তার জ্বালাযন্ত্রনা শুরু হয়। তার চিৎকারে স্থানীয় লোকজন সংশ্লিষ্ট ডাক্তার কর্মচারীদের আধাঘন্টা ঘরের মধ্যে তালা বন্ধকরে অবরুদ্ধ করে রাখে প্রায় । পরে থানা পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এব্যাপারে ডাক্তার আবুল কাশেম নিশ্চিত করে বলেন, নার্স ভূলবসত অন্যরোগীরর রক্ত তহবিনা নামক রোগীরকে পুশ করেছে। পরে রোগীরর লোকজন তাদের উপর আস্থা রাখতে পারেনি। ফলে রোগীরকে রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে রোগীরর শারিরীক অবস্থা উন্নতি হয়েছে। তিনি বলেন, মা ও শিশু হাসপাতালের লাইসেন্স অল্পসময়ের মধ্যে পেয়ে যাবো।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন