মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আইটি এন্ড টেলিকম

হুয়াওয়ে পি৯ সিরিজের স্মার্টফোন

প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

জিআর৫ ও মেইট৮-এর ব্যাপক সফলতা অর্জনের পর গ্রাহকদের জন্য পি সিরিজের নতুন পি৯ সিরিজ মডেলের স্মার্টফোন আনল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্র্যান্ড হুয়াওয়ে। হলিউডের জনপ্রিয় অভিনেতা হেনরি ক্যাভিলসহ বিশ্বের বিখ্যাত অনেক ফটোগ্রাফার, চিত্র নির্মাতাদের উপস্থিতিতে লন্ডনের বেটারসি ইভোল্যুশনে উন্মোচন করা হয় স্মার্টফোন ফটোগ্রাফি বিশেষায়িত মডেল পি৯। বিখ্যাত ফটোগ্রাফার ম্যারি ম্যাক্কার্টনি এবং ন্যাশনাল জিওগ্রাফিক ওয়ার্ল্ড প্রেস ফটো অ্যাওয়ার্ডপ্রাপ্ত ফটোগ্রাফার ডেভিট গাটেনফিল্ডার এর উপস্থাপনায় পি৯-এর উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলিউড অভিনেত্রী স্কারলেট জনসন ও অভিনেতা হেনরি ক্যাভিল। উল্লেখ্য, স্কারলেট ও হেনরি পি৯-এর ক্যাম্পেইনে হুয়াওয়ের সঙ্গে মিলে কাজ করছেন। স্মার্টফোনটিতে বিশেষত্ব হচ্ছে এতে যে ক্যামেরা ব্যবহার করা হয়ে তা তৈরি করা হয়েছে বিশ্বের বিখ্যাত ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান লাইকার সঙ্গে মিলে। এতে থাকছে উচ্চমানের ডুয়েল লেন্স ক্যামেরা যা স্মার্টফোনের ক্ষেত্রে উল্লেখযোগ্য উদ্ভাবণ। সত্যিকারের লাইকা ক্যামেরায় ব্যবহৃত লাইট, ক্ল্যারিটি, কালার এবং সাদা-কালো ছবি তোলারমতো উন্নত সব ফিচার পি৯-এর ক্যামেরায় যুক্ত করা হয়েছে। মনোক্রম এবং আরজিবি প্রযুক্তির ১২ মেগাপিক্সেল রিয়ার এবং আট মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেয়া হয়েছে পি৯-এ। ৫.২ ইঞ্চির আইপিএস এনইও এলসিডি প্রযুক্তির ফুল এইচডি ডিসপ্লে এবং আকর্ষণীয় ও আধুনিক ডিজাইনসম্বলিত পি৯ স্মার্টফোনটি সহজেই অনেকের দৃষ্টি আকর্ষণ করবে। ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ৬ মার্শম্যালো অপারেটিং সিস্টেম, হুয়াওয়ে ইমোশন ইউআই ৪.১। দ্রুত গতিতে কাজ করতে হাইসিলিকন ক্রিন ৯৫৫ চিপসেট, ২.২ ও ১.৮ গিগাহার্টজের অক্টাকোর প্রসেসর। ইন্টারনাল স্পেস হিসেবে রয়েছে ৩২ জিবি (তিন জিবি র‌্যাম) এবং ৬৪ জিবির (চার জিবি র‌্যাম) দুটি সংস্করণের পি৯ যার প্রতিটিতেই ১২৮ গিগাবাইট পর্যন্ত মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বৃদ্ধি করা যাবে। সাথে রয়েছে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন