শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইটি এন্ড টেলিকম

স্যামসাং দিচ্ছে লাইফস্টাইল গিফট ভাউচারস

প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্যামসাং মোবাইল বাংলাদেশ সম্প্রতি এর প্রিমিয়াম গ্রাহকদের জন্য নিয়ে এসেছে আকর্ষণীয় সব লাইফস্টাইল গিফট ভাউচারস। স্যামসাং ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটের গ্রাহকরা সবচেয়ে অ্যাডভান্সড্ গ্যালাক্সি এস৭ এজ, সবচেয়ে কার্যকরী নোট ৫ ডুয়াল সিম এবং সবচেয়ে ফ্যাশন্যাবল এ ২০১৬ এডিশন মডেলগুলো থেকে যেকোনো একটি কিনেই উপভোগ করতে পারবেন সবার পছন্দের লাইফস্টাইল স্টোর এপেক্স এবং টাইম জোন-এর ৫,০০০ অথবা ১০,০০০ টাকা মুল্যের গিফট ভাউচারস। প্রিমিয়াম গ্রাহকরা এই লেটেস্ট মডেলের হ্যান্ডসেটগুলো কিনে “ওন দি বেস্ট”ক্লাবের সদস্য হওয়ার সুযোগ পাবেন। ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটগুলোর মডেলের ওপর নির্ভর করে গ্রাহকরা ৫,০০০ অথবা ১০,০০০ টাকা মূল্যের গিফ্ট ভাউচারস উপভোগ করতে পারবেন। গ্যালাক্সি এস৭ এজ অথবা নোট ৫ ডুয়াল সিম হ্যান্ডসেট কিনে গ্রাহকরা ১০,০০০ টাকা মূল্যের এবং এ৫-২০১৬ এডিশন অথবা এ৭-২০১৬ এডিশন মডেলের হ্যান্ডসেট কিনে গ্রাহকরা ৫,০০০ টাকা মূল্যের গিফ্ট ভাউচারস পাবেন। এই চারটি প্রিমিয়াম ডিজাইনের হ্যান্ডসেটগুলো থেকে গ্রাহকরা যেকোনো একটি কিনেই জিতে নেওয়া ভাউচারগুলো এপেক্স অথবা টাইম জোনে ব্যবহার করতে পারবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন