চট্টগ্রামের বাঁশখালীতে ৭টি রাইফেলসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাকৃতরা পুলিশকে জানিয়েছে সাগরে জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের জন্যই তারা এসব অস্ত্র সংগ্রহ করেছে। গতকাল (বুধবার) নগরীর ছোটপুলে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মহিউদ্দিন মাহমুদ সোহেল। গ্রেফতারকৃতরা হলো, বাঁশখালীর দক্ষিণ সরল এলাকার অজি উল্লাহর পুত্র উমর মাইদ্যা (৪৫) ও সোলতান আহমেদের পুত্র মোঃ আলী (৫০)। মহিউদ্দিন মাহমুদ সোহেল বলেন, গোপন সংবাদের ভোরে বাঁশখালীর সরল এলাকায় পুলিশের চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি অটোরিকশাকে থামার সংকেত দিলে দু’জন পালানোর চেষ্টা করেন। পরে তাদের আটক করা হয়। এ সময় ওই অটোরিকশার সিটের পেছনে সাতটি দেশীয় রাইফেল পাওয়া যায়। তারা স্বীকার করেছে জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় করার লক্ষ্যে অস্ত্রগুলো সংগ্রহ করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক হত্যা ও ডাকাতি মামলা রয়েছে বলেও জানান মহিউদ্দিন মাহমুদ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন