সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

তালেবানের রেডিওতে হামলার অভিযোগ অস্বীকার যুক্তরাষ্ট্রের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জুন, ২০১৮, ১২:০০ এএম

আফগানিস্তানে তালেবান সমর্থকদের পরিচালিত একটি রেডিও স্টেশনে হামলার অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। রবিবারের ওই হামলাকে ‘বাক স্বাধীনতা’র ওপর আঘাত হিসেবে আখ্যায়িত করে এর নিন্দা জানিয়েছে তালেবান। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স। আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনীভয়েস অব শরিয়াহ নামের রেডিও স্টেশনটিতে হামলার জন্য ‘আমেরিকান দখলদার বাহিনী’কে দায়ী করেছে তালেবান। তবে অভিযোগ অস্বীকার করে যুক্তরাষ্ট্র বলেছে, আফগানিস্তানের বিমান বাহিনী একটি স¤প্রচার টাওয়ারকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। তালেবানের পক্ষ থেকে এরইমধ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে, শত্রুদের এ ধরনের কর্মকান্ডে ইসলামিক আমিরাতের মুজাহিদিনরা আর নিবৃত্ত থাকবে না। ওই হামলায় পাঁচটি মার্কিন বিমান অংশ নিয়ে থাকতে পারে বলে সন্দেহ তালেবানের। দলটির এক বিবৃতিতে বলা হয়েছে, গণতন্ত্র ও বাক স্বাধীনতার দাবিদাররা তাদের প্রকৃত রূপ তুলে ধরেছে। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন