তালেবানের সঙ্গে সাময়িক ও নিঃশর্ত অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। রমজান মাসের শেষ এবং ঈদের কথা মাথায় রেখে এ ঘোষণা দেয়া হয়েছে। আশরাফ গনি জানান, আগামী ২০ জুন পর্যন্ত এ অস্ত্রবিরতি কার্যকর থাকবে, তবে আইএসসহ অন্য জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। রয়টার্স জানিয়েছে, তালেবানের পক্ষ থেকে এ ব্যাপারে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আফগান সরকারের অভ্যন্তরেও এ নিয়ে দ্বিমত রয়েছে। বৃহস্পতিবার টেলিভিশনে ভাষণ দেয়ার পর একটি টুইট করে তিনি লিখেছেন, ‘এ অস্ত্রবিরতি তালেবানের উপলব্ধির জন্য একটি সুযোগ। তাদের উপলব্ধি করতে হবে যে সহিংস প্রচারণা দিয়ে হৃদয়কে জয় করা যায় না বরং তা আরও বিচ্ছিন্ন হয়ে যায়।’ আল-জাজিরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন