শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

দুপচাঁচিয়ায় আতর টুপির দোকানে ভিড়

দুপচাঁচিয়া (বগুড়া) থেকে মোঃ গোলাম ফারুক | প্রকাশের সময় : ১৪ জুন, ২০১৮, ১২:০০ এএম

দুপচাঁচিয়া উপজেলায় ঈদের কেনাকাটার শেষ মুহুর্তে এখন আতর, সুরমা ও টুপির দোকানে ভিড় বাড়ছে। মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর কে সামনে রেখে রমজান মাসের মাঝামাঝি থেকে উপজেলার নিউ মার্কেট ও শপিং সেন্টারগুলোতে কেনাকাটার ভিড় পড়ে। শাড়ি, সালাওয়ার কামিজ, শার্ট, প্যান্ট, গেঞ্জি, জুতাসহ বিভিন্ন কাপড়-চোপড় কেনাকাটার পাশাপাশি গতকাল বুধবার থেকে উপজেলার ঈদের বাজারে আতর, সুরমা ও টুপির দোকানগুলোতেও ভিড় বাড়তে শুরু করেছে। ভ্রাম্যমাণ দোকানগুলোতে টেবিলে ও র‌্যাকে সাজিয়ে আতর, সুরমা, টুপি পাশাপাশি জায়নামাজ, তসবি ক্রেতাদের ক্রয় করতে দেখা গেছে। দোকানগুলোতে প্রতিটি টুপি মানভেদে ৫০ থেকে ২০০ টাকা, আতর ৫০ থেকে ১০০ টাকা বোতল, সুরমা ৪০ থেকে ৬০ টাকা, তসবি ৫০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। এ ব্যাপারে উপজেলা পরিষদ সংলগ্ন ইব্রাহিম আতর হাউজ এর স্বত্বাধিকারী ইব্রাহিম আলী “দৈনিক ইনকিলাব” কে জানান, সারা বছর আতর, সুরমা ও টুপি তেমন বিক্রি না হলেও ঈদুল ফিতর কে সামনে রেখে বিক্রি বেড়ে যায়। সারা বছর যা বিক্রি হয় এই ঈদের শেষ ২ দিনে তাঁর চেয়ে অধিক বিক্রি হয়ে থাকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন