বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,‘বিএনপির আন্দোলনে জনগনের কোন সাড়া নেই। বিএনপির আন্দোলনের ডাক আষাঢ় মাসের তর্জন-গর্জনের মত। মন্ত্রী শনিবার সকালে তার নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঈদের নামাজ শেষে তার নিজ বাড়ীতে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, বিএনপি আন্দোলনের কোন ইস্যু পাচ্ছেনা। তাই তারা ইস্যু খোঁজার চেষ্টা করছে। তারা দলের নেত্রীর অসুস্থতাকে পুঁজি করে আন্দোলনের পাঁয়তারা করছে। কিন্তু তাতেও জনগন কোন সাড়া দিবেনা। এরআগে মন্ত্রী ঈদের নামাজ শেষে নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খাঁন, সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী, যুবলীগের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল প্রমূখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন