শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

রাজধানীর বড়কাটারা মাদ্রাসায় হামলা

| প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৮, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : রাজধানীর জামিয়া হোসাইনিয়া আশরাফুল উলুম বড়কাটারা মাদ্রাসায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত শনিবার রাত ৯টার দিকে মাদ্রাসার মসজিদে এশার নামায চলাকালে একটি গ্রæপ এ হামলা চালায় বলে অভিযোগ স্থানীয়দের। এতে প্রিন্সিপাল মুফতি সাইফুল ইসলামসহ কয়েকজন আহত হন। জড়িতদের গ্রেফতারের দাবিতে চকবাজার থানা ঘেরাও করে গত শনিবার বিক্ষোভ করে স্থানীয় লোকজন। চকবাজার থানার এসআই বজলুর রহমান বলেন, মাদ্রাসা পরিচালনা কমিটি নিয়ে অনেক দিন ধরে দুই গ্রæপের দ্বন্ধ চলছে। আগের সভাপতি মো. রশীদ আহমেদ শনিবার এশার নামাজের পর তার অনুসারীদের নিয়ে মাদ্রাসায় প্রবেশ করেন। এরপর বর্তমান প্রিন্সিপাল সাইফুল ইসলাম গ্রæপের সঙ্গে তাদের কথাকাটাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের সাত থেকে আটজন আহত হন। মাদ্রাসা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন