রংপুরের গঙ্গাচড়া উপজেলায় পরকীয়া প্রেমের জেরে এক তরুণীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে তার স্বামীর বিরুদ্ধে। নিহত ইনসানা বেগম (১৮) উপজেলার আরাজিনিয়াত গ্রামের টুটুল মিয়ার স্ত্রী। গঙ্গাচড়া মডেল থানার ওসি মশিউর রহমান জানান, ইনসানাকে হত্যার অভিযোগ উঠেছে টুটুল মিয়ার বিরুদ্ধে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
রংপুর নগরীর গোয়ালু গ্রামের এন্তাজ আলীর মেয়ে ইনসানা এ বছর বুড়িরহাট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছিলেন। আরাজিনিয়াত গ্রামে সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
ওসি মশিউর বলেন, এ বছরের জানুয়ারিতে ইনসানার সঙ্গে টুটুলের বিয়ে হয়।
বিয়ের পর থেকে টুটুলের সন্দেহ ছিল তার ছোট ভাই জিয়ার (২৮) সঙ্গে ইনসানার পরকীয়া প্রেমের সম্পর্ক আছে। এনিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো।
“এর জেরে সোমবার সন্ধ্যায় ঝগড়ার এক পর্যায়ে ইসনানার গলায় রশি পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে টুটুল পালিয়ে যান”।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে টুটুলকে একমাত্র আসামি করে গঙ্গাচড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান ওসি।
লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন