মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) নরওয়ের রাজধানী অসলোতে নরফান্ডের প্রধান কার্যালয়ে গত ২৮ মে এক অনাড়ম্বর সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে নরফান্ড-দ্য নরওয়েজিয়ান ইনভেস্টমেন্ট ফান্ড ফর ডেভ্লপিং কান্ট্রিজ-এর সাথে ২০ মিলিয়ন ইউএস ডলারের টার্ম লোন চুক্তি সম্পন্ন করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরফান্ডের ক্রিষ্টিন ক্লিমেট, চেয়ার, বোর্ড অব ডিরেক্টর, পিটার মলথে, সিনিয়র এডভাইজার, ইরিক স্যান্ডারসেন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মেরিয়ান হালভোরসেন, সিনিয়র ইনভেষ্টমেন্ট ম্যানেজার, ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউশন এবং এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, আনিস এ. খান, হেড অব স্ট্রাকর্চাড ফাইন্যান্স ইউনিট, মো. এহ্তেশাম রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। -বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন