শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

রূপনগর থানার পুলিশ কনস্টেবল সহকর্মীর রাইফেলের গুলিতে আহত

প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সহকর্মীর রাইফেলের গুলিতে আহত হয়েছেন রাজধানীর রূপনগর থানার পুলিশ কনস্টেবল হাবিবুর রহমান (২২)। গতকাল সোমবার টহল ডিউটি করার সময় অসাবধানতাবশতঃ এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হাবিবুর রহমানকে (কং নং-৩২১০৪) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেডিকেল সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে রূপনগর থানাধীন মিল্কভিটা রোড এলাকায় টহল ডিউটি করছিলেন হাবিবুর রহমান ও তার কয়েকজন সহকর্মী। ডিউটিকালীন তারা একটি গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় পাশে থাকা তার অপর সহকর্মী কনস্টেবল তরিকুল ইসলাম রাইফেল নিয়ে নাড়াচাড়া করছিলেন। হঠাৎ তরিকুলের রাইফেলের ট্রিগারে চাপ পড়লে একটি গুলি বের হয়। গুলিটি হাবিবুরের বাম পায়ের উরুতে বিদ্ধ হয়। সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন