শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

বাঁশখালীতে বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : বাঁশখালীর গন্ডামারায় কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের দাবিতে গতকাল (সোমবার) চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চট্টগ্রামের সর্বস্তরের জনগণ। কর্মসূচিতে দক্ষিণ চট্টগ্রামের পটিয়া, আনোয়ারা, বাঁশখালীসহ বিভিন্ন উপজেলার রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন অংশ নেয়। বিদ্যুৎকেন্দ্র প্রকল্পটি বাস্তবায়নের পক্ষে সংহতি প্রকাশ করেন এসব সংগঠনের নেতারা। মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। তিনি বলেন, আমি জানি আপনাদের মনে অনেক ক্ষোভ। কারণ বাঁশখালীতে নির্মাণাধীন একটি বিদ্যুৎ প্রকল্পের কাজের বিরোধিতার কারণে চারজন মানুষ প্রাণ হারিয়েছে। তিনি বলেন, সরকার চায় বিদ্যুৎ সংকট নিরসন করতে। আর এজন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে হয়। আমরা মনে করেছিলাম বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্র প্রকল্পটি হলে বিদ্যুৎ সংকট নিরসন হবে। কিন্তু কিছু মানুষকে ভুল বুঝিয়ে প্রকল্পের বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে। না বুঝে না শুনে কোন উন্নয়ন প্রকল্পের বিরোধিতা করা উচিত নয় মন্তব্য করে তিনি বলেন, দেশের বিদ্যুৎ সংকট নিরসনের জন্যই এস আলম গ্রæপ উদ্যোগ নিয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন