স্টাফ রিপোর্টার, সাভার থেকে : ঢাকার সাভারে রাজনৈতিক কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার রাতে যুবলীগ ও আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় ও ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুলি বিনিময়ের ঘটনায় আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করেছে তিনটি শর্টগান ও বেশ কিছু গুলি। শর্টগান তিনটি লাইসেন্সকৃত বলে পুলিশ জানিয়েছে। এদিকে গতকাল বুধবার দুপুরে সাভার মডেল থানা থেকে গ্রেপ্তারকৃতদের ছাড়িয়ে নিতে দলীয় নেতাকর্মীরা ভিড় জমায়। তারা অনেককেই ম্যানেজ করারও চেষ্টা করেন। কিন্তু পুলিশ দলীয় নেতাকর্মীদের কথায় কান না দিয়ে তাদের আদালতে পাঠিয়েছেন। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- সাভার থানা যুবলীগের সভাপতি ও ঢাকা জেলা পরিষদের সদস্য সেলিম মন্ডল, বিরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ ও বিরুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইদ্রিস আলী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন