ল²ীপুর জেলা সংবাদদাতা : বিএনপি চেয়াপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবীতে ল²ীপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার সকালে ল²ীপুর প্রেসক্লাব সংলগ্ন মাঠে জেলা বিএনপির উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সমাজকল্যান সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু।
বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি ছায়েদুর রহমান ছুট্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট হারুনুর রশিদ ব্যাপারী, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান ওহিদুর রহমান, ইউপি চেয়ারম্যান কামরুজ্জাম সোহেল, এডভোকেট মো. সোহেল মাহমুদ, মো. কামরুল ইসলাম, সদর উজেলা যুবদলে সভাপতি খালেদ মো. আলী কিরন, যুবদল নেতা সামছুল আহছান মামুন, সদর উপজেলা শ্রমীকদলের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, পৌর স্বেচ্ছাসেবকদলের সভাপতি আবুল হাসান সোহেল, ছাত্রদল নেতা গাজী শামছুর রহমান সবুজ, মোসাদ্দেক হোসেন বাবর, রেজওয়ান হোসেন আকবর প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন