শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সম্পাদকীয়

সন্তানদের প্রতি দৃষ্টি দিন

| প্রকাশের সময় : ২২ জুন, ২০১৮, ১০:৪২ পিএম

 

আমাদের বাবা-মায়ের প্রথম এবং প্রধান লক্ষ্য থাকে কীভাবে তাদের ছেলেমেয়েদের সাফল্যের শিখরে পৌঁছানো যায়। কীভাবে ছেলেমেয়েরা একজন ভালো মানুষ হয়ে উঠবে, সেটা তাদের কাছে খুবই গৌণ একটি বিষয়। আকাশ সংস্কৃতির প্রযুক্তির নেতিবাচক প্রভাব পড়েছে সমাজ ও পরিবারে। আবার অনেক বিদেশি সিনেমা ও নাটকে অনৈতিক সম্পর্ক, বেপরোয়া জীবন-আচার, বিভিন্ন ধরনের অপরাধ দেখানো হচ্ছে হরহামেশা। অথচ এ ধরনের সংস্কৃতি দেশের সামাজিক অবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে পারিবারিক কলহ ব্যাপক হারে বাড়ছে। ইদানীংকালে উঠতি বয়সের ছেলেমেয়েরা খুব বেশি মাদকের দিকে ঝুঁকে পড়েছে। এটা যেন ফ্যাশনে পরিণত হয়েছে। ছেলেমেয়েরা বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাদের দেহে ও মনে আমূল পরিবর্তন দেখা দেয়। তখন তাদেরকে সবসময় চোখে চোখে রাখতে হয়ে। তাদের বেশি বেশি সময় দিতে হয়। আসুন, আমরা সবাই সন্তানদের প্রতি দৃষ্টি দিই।
ইশরাত জাহান নিশাত
চট্টগ্রাম।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন