শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

হজের টাকা হাবে জমা নেয়া জাতীয় হজনীতির পরিপন্থী

প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বেসরকারি হজযাত্রীদের সর্বনি¤œ হজ প্যাকেজের টাকা হাবের সেন্ট্রাল অ্যাকাউন্টে জমা নেয়ার ব্যাপারে নেতৃবৃন্দ দ্বিমুখী মতামত ব্যক্ত করেছেন। কেউ কেউ বলেছেন, হজযাত্রীদের প্রতারণার কবল থেকে রক্ষা এবং কম টাকায় হজযাত্রী সংগ্রহ বন্ধ করার লক্ষ্যে হাবের সেন্ট্রাল অ্যাকাউন্টে সকল বেসরকারি হজযাত্রীদের হজ প্যাকেজের পুরো টাকা জমা দিতে হবে। আবার কেউ কেউ হাবের সেন্ট্রাল অ্যাকাউন্টে হজের টাকা জমা দেয়ার ঘোর বিরোধিতা করে বলেছেন, হজ প্যাকেজের টাকা হাবের অ্যাকাউন্টে জমা নেয়ার বিষয়টি জাতীয় হজ ও ওমরাহ নীতির পরিপন্থী। টি ও রুলস অনুযায়ী হাব কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নয় বিধায় হাবের অ্যাকাউন্টে হজের টাকা জমা নেয়া সম্পূর্ণ বেআইনি। তারা সরকারি বিধি অনুযায়ী সর্বনি¤œ হজ প্যাকেজের ৩ লাখ ৪ হাজার ৯শ’ ৩ টাকা হজ এজেন্সির স্ব-স্ব ব্যাংক অ্যাকাউন্টে জমা নেয়ার বিষয়টি নিশ্চিতকরণে গুরুত্বারোপ করেন। গতকাল (মঙ্গলবার) নয়াপল্টনস্থ একটি হোটেলে হাবের উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। হাব সভাপতি মো: ইব্রাহিম বাহারের সভাপতিত্বে ও হাবের সহ-সভাপতি ফরিদ আহমেদ মজুমদারের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আটাবের সভাপতি এস এন মঞ্জুর মোর্শেদ মাহবুব, হাবের মহাসচিব শেখ আব্দুল্লাহ, হাবের সাবেক সভাপতি আলহাজ জামাল উদ্দিন আহমেদ, হাবের প্রতিষ্ঠাতা মহাসচিব মাওলানা ইয়াকুব শরাফতী, হাবের সাবেক সহ-সভাপতি ও আওয়ামী লীগ নেতা গোলাম ফারুক, হাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও আটাবের সহসভাপতি খাদেমুল হুজ্জাজ মো: তাজুল ইসলাম দারোগা, হাবের ইসি সদস্য সৈয়দ গোলাম সরওয়ার ও হারুন উর রশিদ।
সভায় আটাব সভাপতি এস এন মঞ্জুর মোর্শেদ মাহবুব হাবের সেন্ট্রাল অ্যাকাউন্টে হজের টাকা জমা নেয়ার প্রসঙ্গে বলেন, হজের টাকা হাবের অ্যাকাউন্টে জমা নেয়ার বিষয়টি বেশি গুরুত্ব নয়; আগে কোটার অতিরিক্ত ৪০ হাজার হজযাত্রীর হজে যাওয়ার বিষয়টি নিশ্চিতকরণে হাবকে রিয়াদস্থ বাংলাদেশী রাষ্ট্রদূতের মাধ্যমে উদ্যোগ নিতে হবে। আটাব সভাপতি বলেন, হাবের অ্যাকাউন্টে হজের টাকা জমা নেয়া টিও রুলস ও জাতীয় হজ ও ওমরাহনীতির পরিপন্থী। এছাড়া সরকারও হাবের অ্যাকাউন্টে হজের টাকা জমা নিতে অনুমতি দেয়নি। আওয়ামী লীগ নেতা গোলাম ফারুক ও হাব মহাসচিব শেখ আব্দুল্লাহ বলেন, এক শ্রেণীর গ্রæপ লিডাররা সরকার ঘোষিত সর্বনি¤œ হজ প্যাকেজের অনেক কম টাকায় হজযাত্রী সংগ্রহ করছে। এদের কারণে হাজীগণ মক্কা-মদিনায় রাস্তায় রাস্তায় দুর্ভোগ পোহান। তারা বলেন, হজযাত্রীদের স্বার্থেই হজ প্যাকেজের পুরো টাকা হাবের অ্যাকাউন্টে জমা দিতে হবে। তাহলে সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরে আসবে। রাতে হাব কর্তৃপক্ষ আগামী ১৯ এপ্রিল অফিসার্স ক্লাবে আহূত হাবের এজিএম স্থগিত করেছেন। এদিকে, বাংলাদেশ হজযাত্রী ও হাজী কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নাসের গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে বেসরকারি হজযাত্রীদের হজ প্যাকেজের টাকা হাবের সেন্ট্রাল অ্যাকাউন্টে জমা দেয়ার বিষয়ে জাতীয় হজ ও ওমরাহ নীতির ৭.১ ধারার কথা উল্লেখ করে বলেন, প্যাকেজ অনুযায়ী হজযাত্রীদের প্রদেয় অর্থ সংশ্লিষ্ট হজ এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে জমা করবেন। তিনি বলেছেন, সৎ সফল ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ৩১ মার্চ তার সভাপতিত্বে জরুরি সভা করে বলিষ্ঠ কণ্ঠস্বরে বলেছেন, জাতীয় হজ ও ওমরাহ নীতির পরিপন্থী কোনো কাজ আমি করব না। আলহাজ অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নাসের বলেন, ৩১ মার্চের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পত্রে উল্লেখ করা হয়েছে যে, হজ প্যাকেজ ২০১৬-এর ৩.৮ অনুচ্ছেদ, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সাথে ব্যাংকের চুক্তির শর্তের ৬ (আর) এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয় ও হজ এজেন্সির মধ্যে সম্পাদিত চুক্তির শর্ত ৮ অনুসারে প্যাকেজ অনুযায়ী সমুদয় অর্থ জমা হয়েছে মর্মে সংশ্লিষ্ট ব্যাংকের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও হাব কর্তৃক প্রতি স্বাক্ষরিত ব্যাংক স্টেটমেন্ট (হিসাব বিবরণী) হজ অফিস, ঢাকার বরাবরে জমাদান নিশ্চিত করতে হবে এবং উহার অনুলিপি অবশ্যই ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে প্রেরণ করতে হবে। তিনি সর্বনি¤œ হজ প্যাকেজের ৩ লাখ ৪ হাজার ৯০৩ টাকার কমে কোনো এজেন্সি হজে গমনেচ্ছুকে হজে প্রেরণ করতে না পারে তা নিশ্চিতকরণে ধর্ম মন্ত্রণালয়সহ পর্যবেক্ষণ কমিটি গঠন করার অনুরোধ জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন