গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা : রাজবাড়ীতে ৩ দিনব্যাপী ৩৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং মেলার উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকালে জেলা প্রশাসনের উদ্যোগে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ৩৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং মেলার উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম খান।
রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ড. সৈয়দা নওশীন পর্নিনীর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ মো. জয়নাল আবেদিন, জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আজিজা খানম প্রমুখ।
এর আগে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ৩ দিনব্যাপী ৩৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং মেলার উদ্বোধন করেন আগত অতিথিবৃন্দ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন