সাধারণ বীমা কর্পোরেশনের ঢাকাস্থ শাখা ব্যবস্থাপক সম্মেলন গত ২০ জুন, ২০১৮ তারিখে কর্পোরেশনের বোর্ডকক্ষে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ বীমা কর্পোরেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাহ্্রিয়ার আহ্সান। স্বাগত বক্তব্যে চেয়ারম্যান কর্পোরেশনের ব্যবসা আহরণ, প্রশাসনিক ব্যবস্থা সুদৃঢ় ও গ্রাহক সেবার মান বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। সম্মেলনে ঢাকা জোনাল প্রধান মোঃ ফজলুল হক, জি.এম(সিসি), অন্যান্য ডিজিএমসহ সংশ্লিষ্ট শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন