মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

স্কুলছাত্রের আত্মহত্যা

চুনারুঘাট (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা: | প্রকাশের সময় : ২৮ জুন, ২০১৮, ১২:০২ এএম

চুনারুঘাটে নবম শ্রেণি পড়–য়া স্কুল ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল রাত ১১টায় পৌর শহরের বাল্লা রোড এলাকায়।
জানা যায়, চুনারুঘাট সদর হাজী আলীম উল্লা মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আব্দুস সালামের বড় ছেলে রেজাউল মোস্তফা হিরন (১৬) গত মঙ্গলবার সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরেনি। তার পিতা আব্দুস সালাম সম্ভাব্য স্থানে অনেক খোজাখুজি ও শহরে নিখোঁজের মাইকিংয়ের এক পর্যায়ে রাত ১১টার দিকে তার ভাড়াটি বাসার দক্ষিণের পাশের পরিত্যাক্ত রুমে ছাদের ফ্যানের হুকের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজনসহ চুনারুঘাট থানার ওসি (তদন্ত) আলী আশরাফের নেতৃত্বে একদল পুলিশ লাশ নামিয়ে থানায় নিয়ে আসেন।
এ ব্যাপারে গতকাল বুধবার সকালে মৃত স্কুল ছাত্রের পিতা মাওলানা আব্দুস সালাম একটি অপমৃত্যু মামলা নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অনুমতিক্রমে লাশ গ্রহণ করেন। গতকাল বুধবার বিকালে নামাযের জানাযা শেষে তার গ্রামের বাড়ী জলিলপুর কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য যে, সে চুনারুঘাট সদর ডিসিপি হাই স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল। আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন