শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রাজশাহী সিটি নির্বাচন : মনোনয়নপত্র জমা দিলেন লিটন

রাজশাহী সিটি নির্বাচন : মনোনয়নপত্র জমা দিলেন লিটন | প্রকাশের সময় : ২৮ জুন, ২০১৮, ৪:১৬ পিএম

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন।

বৃহস্পতিবার দুপুরে উৎসবমুখর পরিবেশে রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে ১৪ দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এই মনোনয়নপত্র জমা দেন।

লিটন সাংবাদিকদের বলেন, “গত পাঁচ বছরে কোনো উন্নয়ন না হওয়ায় নগরবাসী এখন পরিবর্তন চাইছে। এর আগে আমার সময়ের উন্নয়নের কথা মাথায় রেখে নগরবাসী আরেকবার আমাকে নগরপিতা হিসেবে বেছে নেবেন বলে আমি আশা করি।”

মনোনয়নপত্র জমা দেওয়ার আগে লিটন তার বাবা শহীদ এএইচএম কামারুজ্জামানের কবর ও শাহমুখদুমের মাজার জিয়ারত করেন।
নগর আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমান বাদশা, মাহফুজুর রহমান লোটন, নওশের আলী, নগর ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলী লিকু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, নগর জাসদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ শিবলী লিটনের সঙ্গে ছিলেন।

তফসিল অনুসারে বৃহস্পতিবার মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন। আগামী ১ ও ২ জুলাই মনোনয়নপত্র যাচাই-বাছাই আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ জুলাই।

আগামী ৩০ জুলাই সিটি করপোরেশনটিতে ভোটগ্রহণের কথা রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন