শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাস্থ্য

কানের পর্দা ফেটে গেলে

| প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৮, ১২:০৪ এএম

কি কি কারণে কানের পর্দা ছিঁড়ে যায়?
কোন কিছু দিয়ে কান খোঁচালে।
কানে কোন কিছু ঢুকলে, তা অদক্ষ হাতে বের করার চেষ্টা করলে।
হঠাৎ বাতাসের চাপ-জনিত কারণে যেমনঃ কানে থাপ্পর দিলে, কোন বিস্ফোরণ ঘটলে, বক্রিং।
হঠাৎ পানির চাপ যেমনঃ পানির নিচে সাঁতার কাটলে, ওয়াটার-পোলো, ডাইভিং।
মাথায় আঘাত বা দূর্ঘটনাজনিত কারণে।
উপসর্গ সমূহ ঃ
কানে ব্যথা। প্রথমে তীব্র এবং পরে অল্প ব্যথা।
কানে কম শুনতে পাওয়া। অল্প ফেটে গেলে কম শুনবে, বেশী ছিঁড়ে গেলে বধিরতা বেশী হবে।
কানে ভোঁ ভোঁ শব্দ হতে পারে। মাথা ঘোরাতে পারে,যদিও তা স্বল্পকালীণ।
কান পরীক্ষা করলে দেখা যাবে, কানের পর্দায় ছিদ্র আছে এবং ছিদ্রের চারপাশে এলোমেলো এবং লাল হয়ে আছে।
বর্হিকর্ণে রক্ত জমাট থাকতে পারে।
চিকিৎসা ঃ
কানে কোন ইনফেকশন না হওয়ার জন্য এন্ট্রিবায়োটিক খেতে হবে।
ব্যথা থাকলে প্যারাসিটামল খেতে হবে।
কানে কোন পানি দেয়া যাবে না।
কান খোঁচানো যাবে না।
কানে কোন ড্রপ দেয়া যাবে না।
সাঁতার কাঁটা যাবে না।
দুই সপ্তাহ পর রক্ত জমা থাকলে তা বের করতে হবে, নাক কান গলা বিশেষজ্ঞ দিয়ে।
রোগীকে আশ্বস্থ করতে হবে।
সাধারণত উপরোক্ত চিকিৎসায় রোগী ভাল হয়ে যায়।
যদি রোগী দেরীতে চিকিৎসার জন্য কান থেকে পুঁজ পড়া বা ইনফেকশন নিয়ে আসে তখন তা কানের বহিকর্ণ ও মধ্যকর্ণের প্রদাহ হিসাবে চিকিৎসা করতে হবে।
যদি কানের পর্দায় ছিদ্র থেকে যায় তা হলে তিন মাস পর কানের মাইক্রোসার্জারির মাধ্যমে কানের পর্দা জোড়া লাগাতে হবে যা এখন বাংলাদেশে নিয়মিত করা হয়।
সাধারণত কানের পর্দা দিয়ে গেলে যে কোন ফার্মেসী থেকে কানের ড্রপ নিয়ে অনেকেই তা ব্যবহার করে যা একবারেই উচিত না। এক্ষেত্রে কানে কিছুই ব্যবহার করা যাবে না এবং নিকটস্থ হাসপাতালে গিয়ে চিকিৎসা করাতে হবে বা নাক-কান গলা বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

ষ অধ্যাপক ডাঃ এম আলমগীর চৌধুরী
নাক, কান, গলা বিশেষজ্ঞ সার্জন
বিভাগীয় প্রধান, ইএনটি বিভাগ
আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতাল,
রোড ৮, ধানমন্ডি, ঢাকা, ০১৯১৯ ২২২ ১৮২
alamgir.chowdhury07@gmail.

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (13)
রমিজ উদ্দিন ২৯ জুন, ২০১৮, ৪:২৯ এএম says : 0
সুন্দর পরামর্শের জন্য ধন্যবাদ
Total Reply(0)
লাবনী ২৯ জুন, ২০১৮, ৪:৩০ এএম says : 0
এ বিষয়ে আমাদের সকলের জানা থাকা দরকার।
Total Reply(0)
২৯ জুন, ২০১৮, ৭:৫৪ এএম says : 0
আমার কানের পর্দা ফাটা নেই,আমি এটা ডক্টর দেখিয়েছি,কোনো ফল পাইনি,কিন্তু আমি কানে কম শুনি,
Total Reply(0)
২৯ জুন, ২০১৮, ১:৩৮ পিএম says : 0
এখানে আপনি আপনার মন্তব্য করতে পারেনtnx
Total Reply(0)
পাবেল ২৯ জুন, ২০১৮, ৭:৩০ পিএম says : 0
আমার কানব্যথা করে কানের ভিতর আওয়াজ হয়।কানের ভিতরটা কালো হয়েছে।এমন কি মাথার কিছু জায়গা কালো হয়ে গেছে।এখন আমি কি করতে পারি
Total Reply(0)
Sree.Ratan ৫ ডিসেম্বর, ২০১৮, ৩:১৮ পিএম says : 0
স্যার আমার কানের পর্দা ফেটে গেছে পুঁজ বের হয় না। আমার কি কানের পর্দা ভালো হবে। আগের মতো শুনতে পাবো।
Total Reply(0)
শ্রীরতন ১৭ ডিসেম্বর, ২০১৮, ৩:২০ পিএম says : 0
Good news
Total Reply(0)
শ্রীরতন ১৭ ডিসেম্বর, ২০১৮, ৩:২৩ পিএম says : 0
স্যার খুব ভালো পরামর্শ দিয়েছেন।
Total Reply(0)
নাজমুল ১৮ জানুয়ারি, ২০১৯, ৩:৪৩ পিএম says : 0
আমার কানের পরদা একটু ফুটো হয়েছে,,নাক কান গলা ডঃ দেখিয়েছি,,,তিনি আপনার মতই নিয়ম মেনে চলেতে বলেছেন এবং ফিউরোক্লাভ ৫০০,,রোজেলি ২০মি,গ্রা।।নিউটোসিন নাকের ড্রপ দিয়েছেন এবং বলেছেন আল্লাহ রহমতে ভালো হয় যাবে।।আপনি একটু দয়া করে পরামর্শ দিলে খুশি হতাম
Total Reply(0)
Debashis ৩০ সেপ্টেম্বর, ২০১৯, ১১:০৭ এএম says : 0
কানের পর্দা ছিড়ে গেলে অপারেশন ছাড়াই কি জোড়া লাগানো সম্ভ..??
Total Reply(0)
Mamun ২৫ আগস্ট, ২০২০, ৬:১৩ পিএম says : 0
স্যার আমার কানে পানি ঢুকার কারনে কান দিয়ে পুজ বের হয়। ঔষধ খেলে ভাল হয় কিছু দিন পরে আবার পুজ বের হয়। প্রায়এক বছর যাবত এইরকম। এখন কি করা উচিত
Total Reply(0)
NAZRIN HAQUE ২৩ ডিসেম্বর, ২০২১, ৮:০৫ পিএম says : 0
আমার কানের পর্দা ফেটে গেছে। নাক কান গলা বিশেষজ্ঞ ডাঃ দেখিয়েছি।তিনি ঔষধ দিয়েছেন এবং কিছু নিয়ম মেনে চলতে বলেন। এন্টিবায়োটিক ব্যবহার দিয়েছেন।ড্রপ দিয়েছেন নাকের। একমাস হয়ে গেছে এখনো ব্যথা করে। একটু পরামর্শ দেন।
Total Reply(0)
মোহাম্মদ আলী ১৮ জুলাই, ২০২২, ১২:২৫ পিএম says : 0
ফুটবল খেলার সময় প্রচন্ড জোরে কানে আঘাত পাই।ডক্টরের কাছে গেলে ডক্টর বলে কানের পর্দা ফেটে গেছে। অনেক পরামর্শ দিয়েছে। একটা ঔষধ দিয়েছে levox 500। এতে কি কানের পর্দা ঠিক হবে।
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন