শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

ডোবায় নিখোঁজ শিশুকে খুঁজতে গিয়ে আরেক শিশু নিখোঁজ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৮, ১২:০৫ এএম

রাজধানীর কামরাঙ্গীরচরে খেলাধুলা করার সময় হৃদয় (৫) নামের এক শিশু ডোবায় পড়ে গেলে তাকে বাঁচাতে গিয়ে ইমন (৬) নামে অপর এক শিশু নিখোঁজ হয়েছে। পরে স্থানীয়রা চেষ্টা চালিয়ে হৃদয়কে উদ্ধার করলেও ফায়ার সার্ভিসের ডুবুরিরা দীর্ঘ ৫ ঘন্টা চেষ্টা করেও ইমনকে উদ্ধার করতে পারেনি। গতকাল দুপুর ১টার দিকে নবাবগঞ্জ বড় মসজিদের অদূরে বেড়িবাঁধের সামনে এ ঘটনা ঘটে। হৃদয় স্থানীয় ভাড়াটিয়া লুৎফর রহমান ও ইমন রজব আলীর ছেলে। তারা দু’জন বন্ধু ছিল এবং একসঙ্গে খেলাধুলা করতো বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কর্মকর্তা শহীদুর রহমান জানান, তিনজন ডুবুরি রাত ৮টা পর্যন্ত চেষ্টা করেও শিশুটিকে উদ্ধার করতে পারেননি। ডোবার ওপরে ময়লার স্তুূপ থাকলেও নিচে পানির গভীরতা ১০ ফুটের মতো। আজকের মতো উদ্ধার স্থগিত করা হয়েছে। আগামীকাল (আজ) সকাল ৭টা থেকে আবারও উদ্ধার কার্যক্রম শুরু হবে বলে তিনি জানান।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন