রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

১১৫ কোটি টাকা ব্যয়ে বন্দরে নির্মিত হতে যাচ্ছে মহিলা শ্রমজীবী হোস্টেল

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে | প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৮, ৪:৪৩ পিএম

নারায়ণগঞ্জের কর্মজীবী মহিলা শ্রমিকদের জন্য স্বল্প ব্যয়ে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত আবাসন গড়তে বন্দরে ১১৫ কোটি ৭লাখ ২৩ হাজার টাকা ব্যয়ে মহিলা শ্রমজীবী হোস্টেল নির্মাণ হতে যাচ্ছে। যেখানে ৫ শয্যার একটি হাসপাতালের সুবিধার পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধার ব্যবস্থা থাকবে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে শ্রম অধিদপ্তর কর্তৃক বন্দর রাজবাড়ী এইচ.এম.সেন রোডে উক্ত মহিলা শ্রমজীবী হোস্টেলটি নির্মাণ করা হবে। চলতি মাসেই প্রকল্পটির নির্মাণ কাজের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।
এছাড়াও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে চাষারা বাগে জান্নাত এলাকায় শ্রম অধিদপ্তরের জমির উপর পিপিপি এর মাধ্যমে ৪০০ কোটি টাকা ব্যয়ে শ্রমিকদের জন্য একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন