রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মীরহাজীরবাগ এলাকায় আমিরুন বেগম (৯০) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্বজনদের দাবী। মৃত আমিরুন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কৃষ্ণকাঠি গ্রামের মৃত মিনাজ বিশ্বাসের স্ত্রী। তিনি ছেলে ফরিদ বিশ্বাসের সঙ্গে মীরহাজীরবাগ শহীদ ফারুক সড়কের ১১/৩ নম্বর টিনসেড বাসায় ভাড়া থাকতেন। ফরিদ জানান, তার মা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। সকালে কাজের জন্য বাইরে গেলে তার মায়ের আত্মহত্যার খবর জানতে পারেন। পরে বাসায় এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন