শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চুরির উপদ্রবে অতিষ্ঠ ব্যবসায়ীরা

ভৈরব (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

 ভৈরব বাজারে বিভিন্ন দোকানে চুরির ঘটনায় ব্যবসায়ীরা পুলিশ প্রশাসনের সহযোগিতা পায়নি এমন অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভোক্তভোগি ব্যবসায়ীরা।
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় ভৈরব সাংবাদিক সমিতির আয়োজনে প্রেসক্লাব মিলনাতয়নে সংবাদ সম্মেলনে ভোক্তভোগি ব্যবসায়ীরা চুরির ঘটনা সাংবাদিকদের অবগত করেন।
গত ২৭জুন ভৈরব বাজরের মিষ্টিপট্টি এলাকায় শুভ জেনারেল ষ্টোরে তালা কেটে ক্যাশবক্স থেকে ১৪ লাখ ৮০ হাজার টাকা চুরি করে নিয়ে যায় একটি সংঘবদ্ধ চোরচক্র। এ ব্যপারে শুভ জেনারেল ষ্টোরের স্বত্ত¡াধিকারি মো: জলিল মিয়া ভৈরব থানায় মামলা দায়ের করেন। মামলা দায়ের এক সপ্তাহ হলেও চুরি যাওয়া মালামাল উদ্ধারে পুলিশের তৎপরতা নেই বলে অভিযোগ করেন। ভুক্তভোগিরা তাদের বক্তব্যে বলেন, গত কয়েক মাসে ভৈরববাজারে বেশ কয়েকটি বড় চুরির ঘটনায় সাধারণ ব্যবসায়ীরা আতঙ্কের মধ্যে রয়েছে। ৩০ অক্টোবর কাজী রতনের দোকান থেকে ৯ লাখ, ২৭ এপ্রিল কবির ব্রাদার্স থেকে ১০ লাখ টাকা চুরিসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে চুরির ঘটনা অব্যহত রয়েছে। পুলিশ প্রশাসনকে এসব বিষয়ে অবগত করার পরও ব্যবসায়ীরা কোন সহযোগিতা পাচ্ছেনা। চুরি প্রতিরোধে বাজারের ব্যবসায়ীরা মানববন্ধন সহ নানা কর্মসূচী পালন করতে গেলে পুলিশ প্রশাসন তাদেরকে বাধা দেয় বলে অভিযোগ ব্যবসায়ীদের। উক্ত সংবাদ সম্মেলনে ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সহ-সভাপতি আরএ মারুকী শাহীন, পৌর প্যানেল মেয়র মো: আল আমিন,উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি শামসুজ্জামান বাচ্চু সহ ভৈরব বাজারের কয়েকশত ব্যবসায়ী এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন