শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

দাওরায়ে হাদীসের (মাস্টার্স) ফল প্রকাশ বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৮, ৪:৪৪ পিএম | আপডেট : ৫:২১ পিএম, ৪ জুলাই, ২০১৮
বৃহস্পতিবার ৫ জুলাই বেলা এগারটায় দাওরায়ে হাদীস (তাকমীল) -এর পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। মাস্টার্স সমমান ঘোষণার পর দ্বিতীয়বারেরমতো দাওরায়ে হাদীস পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ফলাফল হাইআতুল উলয়ার নিজস্ব ওয়েব সাইট https://alhaiatululya.com এ পাওয়া যাবে। মোবাইল ফোনের মেসেজের মাধ্যমেও ফলাফল পাওয়া যাবে। যে কোন নম্বর থেকে মেসেজ অপশনে গিয়ে HTR (স্পেস) রোল নম্বর লিখে send করতে হবে ৯৯৩৩ নম্বরে। এবার পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২০,৭৪৯ জন। ছাত্র ১৪,৭৪৭ ও ছাত্রী ৬,০০২। 
দেশে ১৭২টি ছাত্র কেন্দ্রে ও ১৫০টি ছাত্রী কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট মাদরাসা সংখ্যা ১০৩৮টি; পুরুষ মাদরাসা ৫৫৪টি, মহিলা মাদরাসা ৪৮৪টি। দেশের ৬টি কওমি মাদরাসা শিক্ষাবোর্ডর অধিভুক্ত দাওরায়ে হাদীসের ছাত্র-ছাত্রীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করে। ৬টি বোর্ড : বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ, আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম বাংলাদেশ, তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ এবং বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যা বাংলাদেশ। 
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন