শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

জাদুঘরে বর্ষ বিদায় ও নববর্ষ উদযাপন

প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাংলা বর্ষ ১৪২২ বিদায় এবং নববর্ষ ১৪২৩ উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘর ৩দিনব্যাপী লোকজ মেলা, পিঠা উৎসব ও লোকসঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছে। ৩০ চৈত্র (১৩ এপ্রিল) ৩টায় লোকজ মেলা এবং পিঠা উৎসব আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। মেলা চলবে ২  বৈশাখ পর্যন্ত। মেলায় পাট, বেত, বাঁশ, মাটির তৈরি লোকজ হস্তশিল্প প্রদর্শিত হবে। হস্তশিল্পের পাশাপাশি ঐতিহ্যবাহী হাতে তৈরি নানা রকম পিঠা প্রদর্শিত হবে। অনুষ্ঠানমালার অংশ হিসেবে বিকাল ৪টায় আয়োজন করা হয়েছে লোকসঙ্গীতানুষ্ঠান। দেশ বরেণ্য শিল্পীবৃন্দ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন। শিশু কিশোরদের বিনোদনের জন্য জাদুঘর প্রধান মিলনায়তনে ১লা বৈশাখ বিনা টিকিটে সকাল ১১টায় মোরশেদুল ইসলাম অনিল বাগচীর একদিন এবং বেলা ৩টায় হুমায়ূন আহমেদের আগুনের পরশমণি প্রদর্শিত হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন