পাবনার বেড়া উপজেলায় পুত্রের বিরুদ্ধে তার মা, ছোট ভাই ও আপন খালাকে গলা কেটে ও কুপিয়ে হত্যাকান্ডের কোন কূলকিনারা এখনও করতে পারেনি বেড়া মডেল থানা পুলিশ। তুহীনের স্ত্রী রিনা খাতুন এবং হত্যাকান্ডের একজন প্রত্যক্ষদর্শী যার সামনে তার স্বামী তুহীন রক্তমাখা অস্ত্র হাতে হত্যার দায় স্বীকার করলেও থানায় অজ্ঞাত ব্যাক্তিদের আসামী করে নিহত বুলি খাতুন ও নছিমন খাতুনের ভাই মিজানুর রহমান বাদী হয়ে ঘটান দিনগত রাতে থানায় মামলা দায়ের করেন। পুলিশ তুহীনের স্ত্রী রিনা খাতুনকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়। রিনা খাতুন হত্যাকান্ডে তার স্বামীর নাম স্থানীয় লোকজন ও প্রতিবেশীদের কাছে উল্লেখ করলেও অজ্ঞাতনামা করে মামলা গ্রহণের বিষয়ে বেড়া মডেল থানার ওসি মোজ্জাফর হোসেন গতকাল বৃহষ্পতিবার ইনকিলাবের এই স্টাফ রিপোর্টারকে জানান, অজ্ঞাত হিসেবে মামলা নিয়েছি, পর্যায়ক্রমে নাম আসবে। তবে ঘটনার সাথে জড়িত কাউকেই এখন পর্যন্ত আটক করা সম্ভব হয়নি ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন