শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ধর্মীয় নেতাসহ ৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর জাপানে

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

জাপানে আওম শিনরিকিও নামের একটি ধর্মীয় গোষ্ঠির নেতাসহ সাতজনের মৃত্যুদÐ কার্যকর করা হয়েছে। ১৯৯৫ সালে টোকিওর পাতাল রেলে সারিন গ্যাস হামলার ঘটনায় জড়িত থাকার দায়ে তাদের মৃত্যুদÐ কার্যকর করা হয়। ২১ বছর আগের ওই হামলায় ১৩ জন নিহত হয়। ওই ঘটনার পর আওম শিনরিকিও গোষ্ঠির ১৩ জনের বিরুদ্ধে মৃত্যুদÐের আদেশ দেয় আদালত। এরপর যাবতীয় বিচারিক কার্যক্রম শেষে শুক্রবার সকালে টোকিওর একটি বন্দীশালায় সাতজনের মৃত্যুদÐ কার্যকর করা হলো। শোকো আসাহারা নামের ওই নেতা সন্ত্রাসী এবং তার সংগঠন সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত। সারিন হামলা ছাড়াও ১৯৯৪ সালে আরও একটি গ্যাস হামলার জন্য চার্জগঠন করা হয়েছিল আসাহারার বিরুদ্ধে। সেই ঘটনায় আটজন নিহত হয় আর অন্তত ৬০০ জন ব্যক্তি আহত হয়েছিলেন। জাপানের গণমাধ্যম বলছে, আওম শিনরিকিওর নেতা শোকো আসাহারাসহ সাত সদস্যের মৃত্যুদÐ কার্যকর করা হয়েছে এবং আরও ছয় সদস্যের মৃত্যুদÐ কার্যকরের অপেক্ষায়। ‘সারিন অ্যাটাক’ নামে পরিচিত ওই হামলা জাপানের ইতিহাসে অন্যতম ভয়াবহ সন্ত্রাসী হামলা হিসেবে পরিচিত। সে হামলায় ১৩ জন ব্যক্তি নিহত হয়েছিলেন। আহত হয়েছিলেন প্রায় হাজার খানেক ব্যক্তি। ১৯৮০ সালে শোকো আসাহারা নিজেকে আধ্যাত্মিক নেতা দাবি করে আউম শিনরিকিয়ো নামে সংগঠন করে তোলেন। সংগঠন শুরুর পর জাপানের হিন্দু এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি বড় অংশের কাছে দ্রæত জনপ্রিয়তা পায় সংগঠনটি। ১৯৮৯ সালে জাপানে ধর্মীয় সংগঠন হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পায়। তবে ১৯৯৫ সালের হামলার পর তাদের কার্যক্রম চলে অনেকটা গোপনে। বিবিসি, সিএনএন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন