স্টাফ রিপোর্টার : প্রজেক্টরের মাধ্যমে হজ প্রশিক্ষণ ও সেমিনার আজ শনিবার সকাল ৯ টা হতে চট্টগ্রাম মহানগরীর আসকার দীঘির উত্তরে রীমা কনভেশন সেন্টারে অনুষ্ঠিত হবে।
হজযাত্রী কল্যাণ পরিষদ আয়োজিত হজ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম.এ সালাম। সরকারের পক্ষে দিক নিদের্শনা প্রদান করবেন ইসলামিক ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আবুল হায়াত মুহাম্মদ তারেক। প্রজেক্টরের মাধ্যমে হজ্ব প্রশিক্ষণ দেবেন সাবেক জেলা ও দায়রা জজ্ মুহাম্মদ ইসমাইল মিঞা (ঢাকা)। হজযাত্রী কল্যাণ পরিষদের সভাপতি আহমদুল ইসলাম চৌধুরী ও মহাসচিব অধ্যক্ষ ডা. আবদুল করিম এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করে হজযাত্রীগণকে উপকৃত হতে অনুরোধ জানিয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন