বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মাথা জোড়া লাগা যমজ শিশু

শেরপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

 শেরপুরে মাথা জোড়া লাগা যমজ শিশুর জন্ম হয়েছে। গতকাল সকাল ৯টার দিকে শেরপুর শহরের মাধবপুরে ফ্যামেলি নার্সিং হোমে সিজারের মাধ্যমে তাদের জন্ম হয়। রিকশাচালক রুবেল মিয়ার স্ত্রী রেহেনা বেগম (২১) যজম কন্যা শিশুদের জন্ম দেন। স্বজনরা জানান, কয়েকদিন আগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর ওই নারীর গর্ভে এমন শিশু রয়েছে জানতে পেরে সেখানকার চিকিৎসকরা তাকে চিকিৎসা দিতে গড়িমসি করেন। পরে তার বাবা আমিনুল ইসলাম মেয়েকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ফেরত এনে শেরপুরের ফ্যামিলি নার্সিং হোমে ভর্তি করালে বিস্তারিত জেনে ওই নার্সিং হোমের স্বত্বাধিকারী জেলা বিএমএ সভাপতি ডা. এম এ বারেক তোতা ওই নারীর সিজারিয়ান অপারেশন করানোর প্রস্তুতি নেন। পরে গাইনী বিশেষজ্ঞ ডাক্তার আব্দুল গণি সিজারের মাধ্যমে সফলভাবে তাদের ভূমিষ্ট করান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন