দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগে সিলেটে মহানগর বিএনপির সেক্রেটারি বদরুজ্জামান সেলিমকে বাংলাদেশ জাতীয়তাবাদী-দল বিএনপির প্রাথমিক পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলের সহ-দপ্তর সম্পাদক মো: তইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে, এ তথ্য জানা গেছে। উল্লেখ্য যে বদরুজ্জামান সেলিম, দল ও ২০ দলীয় জোট মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অনড় অবস্থানে থাকেন। সেই সাথে দলের প্রার্থীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে উদ্দেশ্য প্রণোধিতভাবে বিষোদগার করেন। দলের নির্দেশনা মানতে, দফায় দফায় অনুরোধ করা হয় তাকে। কিন্তু রহস্য জনক ভাবে নিজের প্রার্থিতা প্রশ্নে জেদি হয়ে উঠেন তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন