শনিবার, ২২ জুন ২০২৪, ০৮ আষাঢ় ১৪৩১, ১৫ যিলহজ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সিলেটে প্রতীক পেয়েই প্রচারনায় আরিফ-কামরান

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৮, ৪:৫১ পিএম

প্রতীক পেয়েই জয়ের মিশনে প্রচারণায় নেমেছেন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র প্রার্থীরা। আজ সকালে প্রতীক বরাদ্দের পর শাহজালাল (র.) মাজার জিয়ারতের পর নির্বাচনী প্রচারণা শুরু করেন আ‘লীগ মনোনীত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান ও বিএনপির মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী সহ অন্যান্য । মাজার জিয়ারতের পর দরগা গেইট এলাকায় জনসংযোগে নেমে পড়নে প্রার্থীরা। এসময় আরিফুল হক চৌধুরী বলেন, গত মেয়াদের বেশিরভাগ সময় আমি কারাগারে ছিলাম তাই আমার নির্বাচনী প্রতিশ্রুতির অনেকটা বাস্তবায়নের সুযোগ পাইনি। তারপরও আমি জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন করতে পেরেছি বলে মনে করি। তিনি আরো বলেন, আমার বিরুদ্ধে অনেক চক্রান্ত ষড়যন্ত্র চলছে। অপরদিকে নিজের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে আওয়ামী লীগ মনোনীত বদর উদ্দিন আহমদ কামরান বলেন, অতীতের মতো ভবিষ্যতেও আপনাদের খেদমত করে যেতে চাই। আজ থেকে শুরু হওয়া এই নির্বাচনী প্রচারণা চলবে ভোট গ্রহণ শুরুর ৩২ ঘণ্টা পূর্ব পর্যন্ত।

 

 

 

 

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন